
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরে মহানগরীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (৫০) নামের এক শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু ও দুজন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাস ফেডারেশনের গাজীপুরের সভাপতি ছিলেন। জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার আজগর আলীর পুত্র।
পুলিশ ও শ্রমিকসূত্রে জানা যায় , মহানগরীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্স সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ঈদ বোনাসও দেওয়া হয়নি। এবিষয়টি নিয়ে বেশ কয়েকদিন যাবত কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল । শ্রমিক পক্ষে প্রতিনিধি হিসেবে শহিদুল ইসলাম মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলেন। রোববার শ্রমিকদের বকেয়া এবং ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন অপেক্ষা করার পর বেতন বোনাস তারা দেয়নি। রাত ৯টার দিকে শহিদুল ইসলামসহ তিনজন কারখানা থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে দাঁড়ালে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এসময় তারা তিনজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, শ্রমিকদের পক্ষে বেতন-ভাতা নিয়ে কথা বলায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।