মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায়
কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গন্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজিনা আক্তার বিপাশা (২৬) ও সিরাজগঞ্জ জেলা সদরের বাহুকা গ্রামের আশা আক্তার (১৮)। তারা দুই জনেই স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায, বাইমাইল এলাকায় একটি কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান বেশ কয়েক জন শ্রমিক। এ সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারা। এসময় একটি পিক- আপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে রোজিনা আক্তার বিপাশা (২৬) ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় পিক-আপের হেলপার চাঁদপুর মতলব থানার সুরুজ মিঞার ছেলে মো. সবুজ (১৪) কে আটক করা হয়েছে এবং পিক-আপটি জব্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮