প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ৩:৪৯ এ.এম
গাজীপুরে শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মরণে সাংস্কৃতিক উৎসব।।

মো-ইমরান হোসেন স্টাফ রিপোর্টার।।
শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এঁর স্মরণে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমী গাজীপুরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য জনাব সিমিন হোসেন রিমি এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) কাপাসিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাপাসিয়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২