প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৬:৩৫ এ.এম
গাজীপুরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে প্রভাষকের মৃত্যু।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে ছোট ভাই মো: মজিবুর রহমান ও ভাতিজা সুমনের এলোপাতাড়ি লাঠির আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক রেজা সাঈদ আল মামুন-৫২-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার সাজন ধারা গ্রামে এঘটনা ঘটে। নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজন ধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র । উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন প্রভাষক রেজা সাঈদ আল মামুন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত উপজেলার সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের বড় পুত্র রেজা আবু সাঈদের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার বিকালে রেজা আবু সাঈদ তাদের বাড়ির পাশের একখন্ড জমি আবাদের জন্য পরিস্কার করতে ছিল। এসময় জমির মালিকানা নিয়ে প্রভাষক রেজা সাঈদ আল মামুনের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবর রহমান-৪৮-ও তার পুত্র সুমন-২৫-কাঠের লাঠি দিয়ে রেজাকে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২