প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১১:২১ এ.এম
গাজীপুরে বেপরোয়া “তাকওয়া” বাসচাপায় পোশাক শ্রমিক নিহত।।

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার ।।
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় বাসচাপায় মুসা শেখ (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত মুসা শেখ সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম অ্যান্ড জে জেনেসিস ফ্যাশন্স কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হন মুসা। তিনি নাওজোড় এলাকায় পৌঁছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি তাকওয়া পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তাকওয়া পরিবহনের বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২