প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ৯:১০ এ.এম
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় বিভিন্ন আজ সোমবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।
শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকার দাবিতে সকাল ৯টায় কাজ বন্ধ রেখে কারখানার পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কের দুই পাশের এলাকার লেভেন্ডা, লগোজ,জেনারেল, এটিএস,হাইড্রো অক্সাইড, সোয়েটার কারখানা, এটিএস অ্যাপারেলস, বে- ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। পর্যায়ক্রমে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এক পার্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে সড়কের উভয় দিকে প্রায় ১০/১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এটিএস এপারেল্স কারখানার শ্রমিক বিউটি আক্তার জানান, গত ২বছর যাবত ওভার টাইম নাই। মাত্র ৮০০০ টাকা বেতন দিয়ে সংসার চলে না।করিম টেক্সটাইলের শ্রমিক ফরহাদ হোসেন জানান,এই দ্রব্যমূলের উর্ধগতি বাজারে যা বেতন পাই তাদিয়ে আমি নিজেই চলতে পারিনা, পরিবারকে কী দিব।
লগোজ এপারেল্স কারখানার শ্রমিক ঝুমা আক্তার জানান, যে টাকা বেতন পাই সে টাকায় থাকা খাওয়ার খরচ হয়না। কিভাবে আমাদের সংসার চলে তা নিয়ে কেউ ভাবে না।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকালে কাজ বন্ধ রেখে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা মহা-সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহা-সড়ক অবরোধ রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২