প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ১:১১ পি.এম
গাজীপুরে বিএনপির উদ্যোগে নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। অসহযোগ আন্দোলনের সমর্থনে কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং হাট বাজারে তিন দিনের কর্মসূচীর শেষ দিন শনিবার সকালে কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির সাহ -শ্রম বিষয়ক সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির খান করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ -শ্রম বিষয়ক সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির খান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে বিএনপির কেন্দ্রীয় সহ -শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান সংক্ষিপ্ত পথ সভায় উপস্থিত জনগণকে বলেন, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি নেতা-কর্মীসহ সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২