মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজনের শেষ মুহূর্তে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মোল্লা। তিনি তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয়। পরে অভিযুক্তকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮