প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৪, ১১:১৪ এ.এম
গাজীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় মালিক নিহত।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল-৬৫-নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে দরজা ভেঙে গাড়িচালক ও মালিককে বের করে আনে। বৃহস্পতিবার সকালে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার পুত্র। তিনি এই প্রাইভেটকারের মালিক।
জানাযায়, মফিজ মণ্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কেনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওয়ানা দেন। কিছুদুর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২