মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কাপাসিয়ার সূর্য নারায়ণপুর এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন মো. ডালিম ও তার শিশুকন্যা তানিশা (৪)। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ডালিমের বাড়ি মুন্সিগন্জ জেলায়। তিনি কাপাসিয়ার সূর্য নারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে একটি বেকারিতে চাকরি করতেন।
জানাযায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় মঙ্গলবার সকালে সকালে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য মো. ডালিম স্ত্রী মেয়ে ও দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়।
পথে সূর্য নারায়ণপুরে শিশু তানিশাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিল ডালিম।
এসময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ডালিম মারা যায়। শিশু মেয়ে তানিশা (৪) গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮