মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’পেলেন গাজীপুরের ৩৮ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বীর নিবাসের চাবি হস্তান্তর উপলক্ষে বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। উক্ত অনুষ্ঠানে গাজীপুর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা ভার্চুয়ালি সংযুক্ত ছিল। দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে গাজীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের হাতে বীর নিবাসের প্রতীকী চাবি তুলে দেন গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।
গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সামছুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী তুসী, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
এছাড়া পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ, গাজীপুর জেলার উর্ধতন কর্মকর্তাগণ , রাজনীতিবিদ ও বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকার রঙ লাল- সবুজে করা " বীর নিবাসে" ৩৩ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের প্রতিটি পাকা ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। এতে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি রান্নাঘর এবং করিডোর। এছাড়া রান্নাঘরের পাশে একটি সিমেন্টের উঠান, একটি নলকূপ, বাথরুম এবং গবাদিপশু ও হাঁস- মুরগির শেড রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮