প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৬:২৮ পি.এম
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৫

মো.ইমরান হোসেন,
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পূবাইলে দুই মোটরসাইকেল আরোহী ও সালনা তেলিপাড়া এলাকায় অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন সহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপেরর দিকে
মহানগরীর পূবাইল থানাধীন সমরসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—গাজীপুর মহানগরীর তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. শান্ত (১৫) এবং জামান মিয়ার ছেলে মো. লিখন (২১)।
জানাযায়, মহানগরীর পূবাইলের সমরসিং এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নেয়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একই দিনে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ইউটা কারখানা সামনে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম এমদাদুল হক। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত অপরজন সহ আহতদেরও পরিচয় জানা যায়নি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২