প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৪, ৪:৩৩ এ.এম
গাজীপুরে পুনাকের খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক-শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইনে এসব সামগ্রী বিতরণ করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল আট কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং একটি কম্বল। উপস্থিত ছিলেন গাজীপুর পুনাকের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, কোষাধ্যক্ষ সায়েমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২