প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৬:৪৪ এ.এম
গাজীপুরে দেড় কোটি মূল্যের হেরোইন সহ কাজের বুয়ার বেশে এক বৃদ্ধা নারী গ্রেফতার।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিগঞ্জে শিমুলিয়া এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের হিরোইন সহ হোসনেয়ারা নামে ষাটোর্ধ এক বৃদ্ধা নারী গ্রেফতার হয়েছে। শুক্রবার বিকেল রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেয়ার পথে উপজেলার শিমুলিয়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গ্রেফতারকৃত নারী হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম -৬০-।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে এস আই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান করে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা মহিলাকে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম- যার বাজারমূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সে খুবই চালাক কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। আসলে তার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেফতার করা হয়েছে।
তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে- যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২