প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৬:১১ এ.এম
গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ -৫ দিন পর লাশ উদ্ধার।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত শাকিরিন আক্তার প্রথম স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ধানখেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা দক্ষিণপাড়া এলাকায়।
নিহত শাকিরিন আক্তার -২০- হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
জানা যায়, উপজেলার নারগানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিরেন্দ্র চন্দ্র পালের ধানখেত থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিরেন্দ্রর ধানখেতে গিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শাকিরিনের মা-বাবাসহ আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া তার মেয়ে শাকিরিনের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়- ৫ বছর পূর্বে শাকিরিন প্রেম করে মুন্সীগঞ্জ এলাকার সানি নামের এক যুবককে বিয়ে করেন। তাদের সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এদিকে তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে পুনরায় প্রেম করে সিলেটের এক যুবককে বিয়ে করেন। সেখানেও সে সংসার করতে পারেনি। দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দিয়ে ২ মাস আগে চলে আসেন বাবার বাড়িতে। পরে বাবার বাড়ি থাকা অবস্থায় পুনরায় তার প্রথম স্বামীর সঙ্গে প্রেমের সখ্য গড়ে উঠে। তালকপ্রাপ্ত প্রথম স্বামীর ফাঁদে পড়ে ঘুরতে গিয়ে জীবন দিতে হলো তাকে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান- তালাকপ্রাপ্ত প্রথম স্বামীর সঙ্গে বেড়ানোর কথা বলে ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ। এ বিষয়ে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে বুধবার রাতে কালীগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি -জিডি- করেন। জিডির এক দিন পর বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২