উৎপল রক্ষিত , গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ডাকাতির প্রস্ততিকালে ১টি মাইক্রোবাস সহ ৭ ডাকাত আটক অদ্য ২০/০৭/২০২৫ তারিখ রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, গাজীপুর মহানগরের বাসন থানাধীন বাড়ীয়ালী নলজানী সাকিনস্থ ঈদগা মাঠের সামনে পাকা রাস্তার উপর ১০/১১ জনের একটি ডাকাত দল সাদা রংয়ের মাইক্রোবাস নিয়া ডাকাতি করিবার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সন্ত্র সহ অবস্থান করিয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করিতেছে।
প্রাপ্ত সংবাদটি তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া কর্তৃপক্ষের মৌখিক নির্দেশক্রমে এসআই মোঃ খালেকুজ্জামান তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন। এসআই মোঃ খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২০/০৭/২০২৫ তারিখ ০১.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে বাসন থানার কিলো-২ ডিউটিরত অফিসার-ফোর্স সম্মেলিতভাবে ডাকাতদের নিয়ে আসা সাদা রংয়ের মাইক্রোবাসটি আটক করেন যাহার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো চ-১৯-০৪১৯। তখন উক্ত মাইক্রোবাস হইতে ১০/১১ জন ডাকাত নামিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করিলে এসআই মোঃ খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ও বাসন থানার ডিউটিরত অফিসার-ফোর্সগন উপরোক্ত আসামিদেরকে হাতে-নাতে ধৃত করেন এবং ঘটনাস্থল হতে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারী দৌড়াইয়া পালিয়ে যায়।
এস আই খালেকুজ্জামান-ও সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ হানিফ মিয়া, কং/৮০৮ জাহাঙ্গীর, কং-৮৬২ জুয়েল, কং/১৪১৫ আল আমিন, সর্ব মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ, গাজীপুর'দের সহায়তায় ধৃত আসামীদের হেফাজত ও দখল হইতে উদ্ধারকৃত ২টি দেশীয় তৈরী খেলনা পিস্তল ,২টি চাপাতি,৩টি ছুরি ও ১টি সাদা রংয়ের মাইক্রোবাস।
আটককৃতের থেকে প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে তাদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ মোস্তফা (৪২), পিতা-মৃত আলমাছ আলী, মাতা-মোসাঃ রাহেলা, সাং-কুত্তামারা বাইটকামারী,
২। সারোয়ার জাহান শান্ত (২৭), পিতা-হাবিবুর রহমান, মাতা-শাহানাজ পারভীন, সাং-বাইটকামারী, ইউপি-জোগানিয়া, মাইক্রোবাস চালক
৩। নুর মোহাম্মদ (৩৪), পিতা-মোঃ সুলতান আলী, মাতা- নুর নাহার বেগম, সাং পলাশীয়া,সর্ব থানা- নালিতাবাড়ী
৪। সাইদুর রহমান (২৫), পিতা-মোঃ খোরশেদ আলম, মাতা-ছালেমা খাতুন, সাং-তাওয়াকুছা, থানা- ঝিনাইগাতী, সর্ব জেলা -শেরপুর,
৫। মোঃ ফারুক শেখ (৪৮), পিতা-মৃত রিয়াজ শেখ, মাতা-রওশনারা বেগম, সাং-ভবানীপুর, পোঃ চর নয়নপুর,থানা ও জেলা- রাজবাড়ী, এ/পি সাং-গাজিরচর রশিদ মার্কেট (মান্নানের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,
৬। মোঃ সেলিম (৪৫), পিতা-আঃ গফ্ফার, মাতা-নুর নাহার, সাং-বাউসা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর
৭। মোঃ জুয়েল (২৭), পিতা-কাজিম উদ্দিন, মাতা-আনোয়ারা বেগম, সাং- চামশ্রী আশ্রমপাড়া,থানা- হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।
ধৃত আসামীসহ আরও ৩/৪ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে ও পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা অব্যাহত আছে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর গোয়েনদা উপ-কমিশনার মোঃ মহিউল ইসলাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮