মো.ইমরান হোসেন,
গাজীপুরে কালেক্টরেট স্কুলে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫" কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। রোববার (১২ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ টিকাদান কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুরকে টাইফয়েড মুক্ত হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
গাজীপুর জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ১২ লাখ ৯৬ হাজার ৫৯৫জন। ১৩৫০টি বিদ্যালয়, ১০৮০টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং চারটি স্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮