মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুর সিটি করপোরেশন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
৩০ এপ্রিল রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কার্যালয়ে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় আলোচিত প্রার্থী জাহাঙ্গীর আলম সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ঋণ খেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম প্রতিক্রিয়া জানান, আমার ব্যাংক ঋণ হালনাগাদ পরিশোধ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। অবশেষে গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলসহ সর্বত্র নানা হিসাব-নিকাশ ও জটিলতার আপাতত অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্থ মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং সেই সাথে তার মাকেও নির্বাচনে দাঁড় করাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । বিষয়াটি নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে চলে নানা হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা । নির্বাচনে বিএনপির কোন প্রাথী না থাকায় বিশেষ করে সরকারি দল আওয়ামীলীগের মধ্যে মহানগর এলাকায় সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
ক্ষমা চেয়ে শৃংখলা মেনে চলার শর্তে দলে বহিস্কারাদেশ প্রত্যাহারের চার মাস যেতে না যেতেই ফের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।
এদিকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. আজমত উল্যাহ খানের কর্মী সমর্থকরা জানান, ২৫ মে আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কার মেয়র প্রার্থীকে জয়ী করে গাজীপুর সিটির মেয়র হিসেবে উপহার দেব ।
গাজীপুরে মেয়র পদে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নির্বাচনসংক্রান্ত কর্মকাণ্ড দেখভালের জন্য সম্পাদক মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এই কমিটির টিমলিডারের নেতৃত্বে ২৮ সদস্যের কেন্দ্রীয় বিশেষ কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এই কমিটির সমন্বয়ক হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং উপদেষ্টা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন– দলের সভাপতিমণ্ডলীর চার সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শামসুন নাহার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাডভোকেট তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সাঈদ খোকন, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ২০২৩ তারিখে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে । মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৭ এপ্রিল । প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই -বাছাই হবে ৩০ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে । প্রার্থীদের প্রতীক বরাদ্ব দেয়া হবে ৯ মে । এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ টি সাধারণ ও ১৯ টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৩৮১ জন । এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭২১ জন । মহিলা ভোটার সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৬৪২ জন এবং হিজড়া ভোটার ১৮ জন । গত ৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮