প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ১:৫১ পি.এম
গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি।।

মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকরা
ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।
কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগমের নেতৃত্বে শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরুন্নেছা মিনুসহ সকল বিভাগীয় প্রধানগণসহ কলেজের সকল শিক্ষক এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ক্যাডার বৈষম্য নিরসন , সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও প্রয়োজনীয় পদসৃজন, চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদানসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। মঙ্গলবার ১০ অক্টোবর থেকে চলমান সর্বাত্মক কর্মবিরতি চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এর আগে একই দাবিতে গেল ২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২