প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১২:৪৯ পি.এম
গাজীপুরে জলাশয় থেকে ১টি নোয়া মাইক্রো উদ্ধার

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের আশিক নগর এলাকায় জলাশয় থেকে কালো রঙের একটি দামী নোয়া মাইক্রো উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে স্থানীয়রা উপজেলার আশিক নগর এলাকার একটি জলাশয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় মাইক্রোটি পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রো টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মাইক্রোটি কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। গাড়িটির মূল মালিক কে উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কালিয়াকৈর থানার ওসি -তদন্ত- যুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো উদ্ধারকৃত মাইক্রোর কোন মালিকানা শনাক্ত করা যায়নি।।যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে প্রাইভেটকারটি হস্তান্তর করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২