প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৩৬ পি.এম
গাজীপুরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর একদল চাঁদাবাজের হামলায় আবুল কালাম নামে একজন চিহ্নিত চাঁদাবাজের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার মৌচাক উলুসাড়া এলাকায় আল্লাহর দান বেকারি এলাকায় এঘটনা ঘটে। নিহত আবুল কালাম -২৬- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। সে উপজেলার চন্দ্রা এলাকায় মায়ের সাথে একটি বাসায় ভাড়া থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল বলে থানা সূত্রে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়-শনিবার রাত নয়টার দিকে উপজেলার মৌচাক উলুসাড়া এলাকায় আল্লাহর দান বেকারি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশসহ তার গ্রুপের সদস্যদের সঙ্গে কালামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পিচ্চি আকাশ ও তার সহযোগীরা কালামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্নক আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় কালামকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত কালাম শির্ষ সন্ত্রাসী এরফান গ্রুপের সক্রিয় সদস্য্ ছিল বলে পুলিশ জানিয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান-এঘটনায় কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২