প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৪:৫৫ এ.এম
গাজীপুরে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দলীয় প্রতীক পেয়ে আনন্দ মিছিল করেছে। কালিয়াকৈর বাইপাস মহাসড়ক থেকে আনন্দ মিছিল টি বের হয়ে কালিয়াকৈর বাজার,বাসস্টেশন, বাসটার্মিনাল চত্বর প্রদক্ষিণ শেষে ঢাকা-কালিয়াকৈর আন্তঃরোডের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
গণঅধিকার পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন,যুব অধিকার গাজীপুর জেলা কমিটির সভাপতি মারুফ রানা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের গাজীপুর জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। পাঠান আজহার তার বক্তব্যে বলেন, ভিপি নূরের গণ অধিকার পরিষদ মানে ই বাংলাদেশের গণমানুষের পরিষদ,সম্প্রতি বংলাদেশ নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়েছেন। এবং আমাদের এই দলের প্রতীক হলো ট্রাক। ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশের জনগণ কে গণ অধিকার পরিষদের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২