উৎপল রক্ষিত,
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় বোয়ালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির আহব্বায়ক সমীর কুমার গুহ।
গীতা পাঠ করেন এলাকার বিশিষ্ট পন্ডিত দীনেশ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পান্ডব ঘোষসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী এবং এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সমীর কুমার গুহ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির পরিতিষ্ঠাতা কোষাধ্যক্ষ চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর সুস্থতা এবং ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর মঙ্গল কামনায় আমরা আজ গীতা পাঠের আয়োজন করেছি।” তিনি আরও বলেন যে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবিক মূল্যবোধ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাতীয় নেতৃবৃন্দের সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য এমন ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮