প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ১১:৪০ এ.এম
গাজীপুরে কারখানা থেকে লুট হওয়া মালামালসহ ৫ জন গ্রেফতার।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে পোশাক কারখানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালামালসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার-২৩ অক্টোবর- দিবাগত রাতে মহানগরীর বাসন ও কোনাবাড়ি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আকবর হোসেন -৪২- টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো. জয়েন উদ্দিনের পুত্র, হাসান মিয়া -৪৫- একই জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মো. রফেতুলা মিয়ার পুত্র-
ইসরাফিল হোসেন -২৫- যশোর জেলার মনিপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র- রাজিব হোসেন -২৪-
একই জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের নূর মোহাম্মদের পুত্র,
জীবন মিয়া -৩৫- জামালপুর সদর থানার দিগপাইত সোহরাব হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- ১৫ অক্টোবর মহানগরীর গাছা এলাকার ইউরো নিট ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় ডাকাতরা ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। পরে নিরাপত্তা কর্মীদের হাত-পা-মুখ বেঁধে ছয় টন কাপড় লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় কারখানার ব্যবস্থাপক খান মিরদাদ আলী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে লুন্ঠিত ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। এসময়ে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২