প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৭:৩৫ পি.এম
গাজীপুরে কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে , দগ্ধ – ১৫
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগরীতে একটি কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর দক্ষিণ জরুন এলাকার মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটে। এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন- মো. ফজলুর (৬০), সবুর (৩৫), সাহাবুল ইসলাম (৪৪), চাঁন মিয়া (৪৫), আসলাম আলী (২৭), মো. সোহেল (৫০), সোহেল রানা (২৪), আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান , কারখানা বন্ধ থাকায় গ্যাসলাইনের কম্প্রেসারকক্ষে কয়েকজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। ওই কক্ষের পাশেই নিরাপত্তাকর্মীদের অবস্থান ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়ে কয়েকজন শ্রমিক দগ্ধ ও শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ইলেকট্রিশিয়ান, দৈনিক মজুরিভিত্তিক নির্মাণশ্রমিক ও নিরাপত্তাকর্মীরা আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা সবাই শঙ্কামুক্ত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো.দিদারুল ইসলাম ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন কারখানায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২