প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৩:৩২ পি.এম
গাজীপুরে এভারেস্ট জয়ী শাকিলের আগমনে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরের কৃতি সন্তান মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল নিজ বাড়িতে ফিরে আসায় এলাকাবাসী উৎসবে মেতে উঠেছে। সড়কের দুই পাশে শত শত এলাকাবাসী দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা
জানান। বাদ্যযন্ত্র ও ব্যান্ডপার্টির বিভিন্ন বাজনার তালে তালে গানের সুরে তরুণ তরুণীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন।
শনিবার (৩১ মে) সকালে নিজ জেলায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগারচালা গ্রামে যখন প্রবেশ করেন তিনি, তখন তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী।
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন কালিয়াকৈরের কৃষক পরিবারের সন্তান ইকরামুল হক শাকিল। তার এ জয়ে শুধু পরিবারই নয়, এলাকাবাসীও আনন্দিত।
এভারেস্ট বিজয়ী হিসেবে দেখতে এবং
তাকে শুভেচ্ছা জানাতে শত শত উৎসুক মানুষের ভিড়।
জানা যায়, ১৯ মে সকাল সাড়ে ৬টায় এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরেন এই যুবক। শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প ৪-এ ফিরে এসেছেন, সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় ১৩শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে সাফল্যের শিখর স্পর্শ করার খবর গ্রামের বাড়ি ছড়িয়ে পড়ার পরই ভিড় জমিয়েছেন দুর দূরান্ত থেকে আসা মানুষ।
এলাকাবাসী জানান , শাকিল শুধু আমাদের এলাকার নয়, তিনি সারাদেশের গর্ব। তিনি যেমন আমাদের এলাকা উজ্জ্বল করেছেন, তেমনি দেশের সুনামকেও পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, কৃষক পরিবার থেকে বেড়ে উঠা শাকিল বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর জনতা উচ্চ বিদ্যালয় থেকে পাস করেন এসএসসি। ছোট বয়স থেকে লেখালিখি, বই পড়া, ভ্রমণে আকৃষ্ট ছিলেন। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ও ভ্রমণবিষয়ক ৬টি বই লেখেন তিনি। ২০১৯ সালে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরার চেষ্টা করেন। মা শিরিনা বেগম, ভাই সজিব আহমেদ ও সাকিব আহমেদ গ্রামের বাড়িতে বসবাস করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২