প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৬:২৭ পি.এম
গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী পারুল (৩৫) ও স্বামী মানিক মিয়া (৪২ ) কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক ( নি:) মো. গোলাম মোস্তফা পিপিএম এর নেতৃত্বে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদ নগর এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী পারুল ও মানিকের দেহ তল্লাশি করে ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নং গলির মৃত মনসুর আলীর ছেলে মানিক মিয়া। পারুল আক্তার একই এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে। আসামীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দাখিল করেন। মামলা নং ৫২ তাং ২৮/৪/২৫ইং।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম ইয়াবা সহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২