প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৬:৫৬ পি.এম
গাজীপুরে আলোচিত কেমিক্যাল গুদাম সিলগালা

মো.ইমরান হোসেন,
গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটার ও এক দোকানকর্মীর মৃত্যুর পর আলোচিত গুদামটি সিলগালা করে দিয়েছে প্রশাসন
। মঙ্গলবার বিকেল জেলা প্রশাসনের নির্দেশনায় ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা করে দিয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তারা।
গাজীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার টঙ্গী সাহারা মার্কেট সংলগ্ন ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা করা হয়েছে। ঘটনাটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। পাশাপাশি ১৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদন্তের স্বার্থে গোডাউনটি সিলগালা করা হয়েছে। একইসঙ্গে জনসাধারণের চলাচল ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা, জান্নাতুল নাঈম এবং দোকানকর্মী আল আমিন হোসেন বাবু (২২)। পরবর্তী কয়েক দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই মারা যান। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২