প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৯:২৪ পি.এম
গাজীপুরে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনকল্পে ব্রিফিং অনুষ্ঠিত

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা সরকারী কলেজ মাঠে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সোমবার (২ জুন ২০২৫খ্রি.) ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক । আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক গুলোতে যানজট নিরসনকল্পে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার বিষয়ে দিক- নির্দেশনা প্রদান করেন। তিনি মহাসড়ক এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং কুরবানির পশু বহনকারী গাড়ি নিরাপদে গন্তব্যস্থলে পৌছাতে পারে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি)
আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা,
সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)
মো. মেরাজুল ইসলাম এবং গাজীপুরসহ যানজট নিরসনকল্পে ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২