প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:৪৮ পি.এম
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহার ১ লাখ টাকা জরিমানা।।

উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরে একটি পোশাক কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী জানান, গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় অবস্থিত অ্যাপারেল প্রসেসিং লিমিটেড নামক একটি পোশাক কারখানায় বুস্টার ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই কারখানায় জেলা প্রশাসনের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পোষাক কারখানার ম্যানেজার সাইফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একটি বুস্টার সেট এবং একটি কম্প্রেসার সহ কিছু পাইপ জব্দ করা হয়। এর আগেও কারখানাটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে আরো কয়েকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল বলে তিতাস কর্তৃপক্ষ জানায়।
এ ছাড়া সিটি কর্পোরেশনের হাজিরপুকুর এলাকায় আবাসিক বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারে ব্যবহৃত দুই ইঞ্চি ব্যাসের ৬০০ মিটার পাইপ উত্তোলন করা হয়। এতে ওই এলাকার ১০০ বাড়ির ২০০ টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী- সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, উপ-সহকারী প্রকৌশলী মনি শংকর রায়- ফেরদৌস হাসান- মামদুদ আলম- মনিরুল ইসলাম সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২