প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৩:১৮ পি.এম
গাজীপুরের সংসদ সদস্য ইকবাল হোসেনের মায়ের ইন্তেকাল ।।

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের মা আক্তার নেসা(৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার ভোর ৫টা ২০ মিনিটে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার নিজ বাসায় মারা যান তিনি। মারা যাওয়া আক্তার নেসার স্বামী মৃত ইসমাইল হোসেন ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক। মরহুমা চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর জয়দেবপুর রাজবাড়ী মাঠে আক্তার নেসার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর শ্রীপুর উপজেলার দমদমা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২