আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও প্রতিহত করা হবে। তিনি এ কথা বলেছেন আইডিএফ সদস্যদের গাজা থেকে প্রত্যাহার সংক্রান্ত চাপ ও সমালোচনার জবাবে।
নেতানিয়াহু বলেন, “এটা ঘটছে না।” তিনি জানান, সমালোচকরা দাবি করছেন যে তাকে হামাসের শর্ত মানতে হবে এবং সব সেনাকে সরিয়ে নিতে হবে; কিন্তু গাজা থেকে আইডিএফ সরিয়ে দিলে হামাস আবার প্রস্তুত হয়ে উঠতে পারবে এবং উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে—এটাই যথাযথ নয়।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যদি হামাস তার ২০ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে। নেতানিয়াহু বলেন, “হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে। আমার মনে হয়, যুক্তরাষ্ট্রে আমার সফর সব দিক থেকেই সফল হয়েছে।”
মঙ্গলবার সকালে নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেখানে তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়। ভিডিওর শুরুতে নেতানিয়াহু একটি বইয়ে লিখেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, (নিঃসন্দেহে) হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা!”
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, “আপনি কি ফিলিস্তিনি রাষ্ট্রে সম্মতি দিয়েছেন?” তখন তিনি স্পষ্টভাবে বলেন, “না, একেবারেই না।” নেতানিয়াহু জানান, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো ধারা নেই এবং ইসরায়েল তা “বলপ্রয়োগ করে হলেও প্রতিহত করবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮