নাজিম রহমতুল্লাহ
গাজায় ইসরায়েলি বর্বরোচিত ও নৃশংস হামলায় গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে 'নো ওয়ার্ক নো স্কুল' কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত দনিয়া কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় 'নো ওয়ার্ক নো স্কুল' কর্মসূচি। যেখানে যোগদান করে কলেজের শিক্ষার্থী ছাড়াও অত্র এলাকার সাধারণ শ্রেণী পেশার মানুষ। কর্মসূচি উপলক্ষে কয়েকজন বক্তা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় তারা গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ও জাতিসংঘের নিরব ভূমিকার সমালোচনা করেন। অনতিবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহ এর প্রতি ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮