আলী হোসেন রুবেল
,স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিরাজ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরসামাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত সিরাজ ওই গ্রামের শাহে আলম মাঝির ছেলে। সে পেশায় দিনমজুর ছিল।
পরিবারের বরাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, রোববার বেলা ১টার দিকে সিরাজ বাড়ির বাগানে গাছ কাটতে যায়। গাছের উপরে ওঠে ডালপালা কাটা শুরু করে। এসময় একটি ডাল ভেঙে পাশে থাকা বিদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই সিরাজের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮