দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
গাইবান্ধায় ভাড়ী যানবাহন না চললেও রিক্সা-ভ্যান ও ইজিবাইকে ভীর ছিল শহর জুড়ে। শহরের বিপনী বিতানের দোকানগুলো বন্ধ থাকলেও মোড়ে মোড়ে মুদি ও চায়ের দোকানপাট সীমিত আকারে খোলা রয়েছে। শহরের বাহিরে অটো সিএনজিসহ ছোট ছোট যানবাহন চলতে দেখা যাচ্ছে। শহরে আইন শৃংখলা বাহিনীর মহড়া দিতে দেখা গেছে। শহরে ঢোকার পথ গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান।দোকান খোলার জন্য পরপর তিনটি দোকানে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় গাইবান্ধায় নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে কোভিড আক্রান্ত রোগীর মোট সংখ্যা ২০৪৫ জন। তাদের মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ১৭৮৪ জন। এবং মারা মোট গেছেন ২০ জন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮