প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১:০০ পি.এম
গাংনী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।
স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
কেক কাটা- আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পালিত হলো মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার -৮ জানুয়ারি- সন্ধা ৬ টার দিকে গাংনী-হাটনোয়ালিয়া সড়কে গাংনী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা পূর্বক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের বাংলা'র স্টাফ রিপোর্টার মাজিদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর টিভির জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ- দপ্তর সম্পাদক আবুল হোসেন- মেহের আলী বাচ্চু -আকাশ ইসলাম- শাহিনুজ্জামান- মুস্তাফিজুর রহমান, কামাল পাশাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২