প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৫:৫২ পি.এম
গাংনীতে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও শীতকালীন পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -৩০ জানুয়ারি- সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা অবধি হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি অফিসার আব্দুর রফিক, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মাসুৃম আল মাসুম, নির্বাচন অফিসার -ভারপ্রাপ্ত- নাহিদ হাসান ও প্রকল্প অফিসার মুনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আমেরিকা প্রবাসী আবুল কাশেম, বজলুল আজিজ হেলু, সহকারী শিক্ষক আতিয়ার রহমান, হাবিবুর রহমান, মোখলেসুর রহমান, শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১০ টি স্টল স্থান পায়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন।
এবছরই প্রথম এমন মেলার আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আনন্দিত। প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখার জন্য তারা তাদের মতপ্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২