প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১০:১৩ পি.এম
গাজায় চলমান গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
পশ্চিমা বিশ্বের দেশগুলোর মদদে ফিলিস্তিনের গাঁজায় চলমান গণহত্যা ও ভারতীয় মোদী সরকারের মদদে মুসলিমদের উপর চলমান নির্যাতন ও জুলুমের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার “২১ মার্চ” দুপুরে “তৌহিদি মুসলিম জনতা” এর ব্যানারে প্রায় কয়েকশত মুসল্লি একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা সদরের কালেক্টরের মাঠ থেকে মিশন মোড়ে আসেন। এরপর মিশন মোড় চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা সদরের বেশ কয়েকটি জামে মসজিদের ইমাম ও খতিববৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, “ফিলিস্তিনের নির্যাতিত ভাই-বোনদের রক্ত প্রতিনিয়ত ঝরানো হচ্ছে। গাঁজায় শিশুদের করুন আর্তনাদ ও কান্না আকাশ ও বাতাস ভারী করে তুলছে। এক্ষেত্রে বিশ্ব মোড়লরা ও আরব দেশসমূহের অনেকেই নীরব ভূমিকায় আছেন। ওই নীরবতা ভাঙার জন্য ও ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা একত্রিত হয়েছি। আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ও জুলুমবাজ ইসরাইলের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা আজ এখানে মানবতার জন্য একসাথে অবস্থান নিয়েছি। আমরা নিপীড়িতদের মুক্তি ও বিশ্ব বিবেককে জাগ্রত করতে চাই।“
বক্তারা বলেন, “মোদী সরকারের মদদে ভারতে মুসলিমদের উপর নির্যাতন অব্যাহত আছে। অথচ মোদী ও তার গদি মিডিয়া বলে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এটি মিথ্যা অপবাদ। তারা নিজের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারেন না অথচ আমাদেরকে নিয়ে অপপ্রচার চালান।“
বক্তারা উপস্থিত সকলকে ইসরাইলি ও ভারতীয় পণ্য ব্যবহার না করার আহ্বান জানান।
ওই বিক্ষোভের আয়োজক তানভীর ও নায়েম বলেন, “মুসল্লিরা আজকে যোগ দিয়েছেন মানবতার জন্য ও ইসলামের প্রতি তাদের ভালোবাসা থেকে। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে ইসলামি আন্দোলন ও উলামা পরিষদও বিক্ষোভ সমাবেশে নিজেদের মিছিল নিয়ে যোগদান করেন।“
উল্লেখ্য, মিছিলে বিভিন্ন বয়সের মুসল্লিরা ‘উই লাভ মোহাম্মদ’, ‘বয়কট ইসরাইল’ , ‘আমার ভাই মরছে কেন জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি লেখা ফেস্টুন নিয়ে ওই সমাবেশে যোগ দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২