কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে তা বিক্রির অপচেষ্টা চালিয়েছে এক কসাই। বিক্ষুব্ধ জনতার তীব্র রোষে জবাই করা ঘোড়ার মাংস ফেলে পালিয়েছে মাবু নামের ওই কসাই। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়াটির লেজ, মাথা, চামড়া ও মাংস উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার লাকড়িবাজারে এই ঘটনা ঘটেছে। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত কসাই মাহবুব আলম ওরফে কসাই মাবু হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার এলাকার মিয়াজান ফকিরের পুত্র।
জানা যায়, মঙ্গলবার ভোরে কসাই মাবু তার বাড়িতে একটি ঘোড়া জবাই করে লাইলাতুল কদর উপলক্ষে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি প্রতিবেশী লোকজন টের পেয়ে ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীকে জানায়। খবর পেয়ে চেয়ারম্যান লোকজনসহ কসাই মাবুর বাড়ি গিয়ে জবাইকৃত ঘোড়াটির লেজ, মাথা, চামড়া ও মাংস জব্দ করেন। পরে সংবাদ পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কসাই মাবু কৌশলে পালিয়ে যান।
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, আমার কাছে খবর আসে মাবু কসাইয়ের বাড়িতে ঘোড়া জবাই করে তার মাংস বাজারে কেজি মূল্যে বিক্রির প্রস্তুতি চলছে। এই সংবাদে লোকজন সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, 'গরুর মাংসের নামে ঘোড়া জবাই করে তা বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় মাবু কসাইর বাড়ি থেকে ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮