প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৫ এ.এম
গভ মুসলিম হাই স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইস্কন নিষিদ্ধের দাবি।।
ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
সন্ত্রাসী সংগঠন ইস্কনের হামলার প্রতিবাদে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এম.এ. হান্নান- রোকন উদ্দীন- তৌসিফ- ওমর ফয়সাল- অনি এবং অন্যান্যরা।
বক্তারা স্কুলে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র এম.এ. হান্নান বলেন- এই হামলা শুধুমাত্র স্কুলের ওপর আক্রমণ নয়- এটি আমাদের ঐতিহ্য ও পরিচিতির ওপর আঘাত। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন- অ্যাডভোকেট আলিফকে এই বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে- যা বরদাশত করা হবে না। মুসলিম হাই স্কুলের সামনে আলিফ ভাইয়ের নির্মম হত্যার বিচার চাই।
বক্তারা ইস্কনকে একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন- ইস্কনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
বক্তব্যে আরও উঠে আসে চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তারা নওফেলসহ এই হামলার পেছনে থাকা সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন- বাংলার মাটিতে চিন্ময়ের ফাঁসি দিতে হবে। আমরা এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান দিতে পারি না।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২