প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৮ পি.এম
গভীর রাতে শীতার্তদের পাশে রামগঞ্জের ইউএনও মামুন।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মোহাম্মদ মামুন মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন ।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালুয়া চৌমুহনী বাজার- পূর্ব কাজীরখীল ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ভাদুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পৈতপুর ও হানুবাইশ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে তিনি প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করেন। তিনি বলেন অসহায় মানুষের শীতের তীব্রতা কিছুটা কমাতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যতদুর সম্ভব এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ নজরুল ইসলাম পিন্টু, আবদুল হান্নান টিটু, হারুনুর রশিদ, জামিল চৌধুরী, মনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, রিয়াদ, মিলন, রায়হান, তারেক- ফরহাদ প্রমুখ।
নজরুল ইসলাম পিন্টু ইউএনও’র উদ্যোগের প্রশংসা করে বলেন- ইউএনও মহোদয়ের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সমাজে সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২