প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৫:৪৫ এ.এম
গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে সিপিবির সমাবেশ।।

পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি- দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ আয়োজন করা হয়।
এই সমাবেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার,নিহত-আহতদের প্রকৃত তালিকা তৈরি- আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ- চাঁদাবাজির হাতবদল প্রক্রিয়া বন্ধকরণ- বিদ্যুৎ পরিস্থিতির গুরুতর অবনতির দ্রুত সমাধান ফিরিয়ে আনা- শিক্ষার্থী ও সংখ্যালঘুদের উপর হয়রানি বন্ধ ও নিত্য পণ্যের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে আনা- মাজারসহ বিভিন্ন স্থাপনার উপর আঘাত ভাঙচুর,মব জাস্টিস এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ সহ বিভিন্ন দাবি জানানো হয়।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরশেদ আলম। এতে আরো বক্তব্য রাখেন- যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম- আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২