আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (উইএনও)মো. মোশারফ হোসাইন বলেছেন, জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু পড়াশোনাই নয়, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। এছাড়া খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।খেলাধুলা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে পারে।
বুধবার ২/৭/২৫ ইং তারিখ বিকালবেলা সরাইল সরকারি কলেজ মাঠে সরাইল ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত লিজেন্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫- ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উইএনও বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে।
শারীরিক ভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। তিনি বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে।
বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মো. আজমল হোসেন ছোট,সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, কালিকচ্ছ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিক,অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরাইল লিজেন্ড একাদশ ও কালিকচ্ছ ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। সরাইল একাদশ চার গোলে বিজয় লাভ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮