 
     এম জালাল উদ্দীন, খুলনা:
এম জালাল উদ্দীন, খুলনা:
খুলনার খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মাদ আনাছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার (কোতোয়ালি) মোঃ আবদুল মমিন, এবং বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ বিষয়ক বই তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮