শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুখ্যাত আ’লীগ নেতা হায়দার আলী অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। ডজনেরও বেশি মামলার আসামি এই প্রভাবশালী নেতাকে বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর বিজ্ঞ বিচারকের নির্দেশে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়দার আলী দীর্ঘদিন ধরে খুরুশকুল ও আশপাশের এলাকায় আতঙ্কের নাম। বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর, সংঘর্ষ, ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ খুন, ডাকাতি, ভূমি দখল, অস্ত্র ও চুরি–ডাকাতির একাধিক ঘটনায় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে।
ভুক্তভোগী সালেহ আহমদ জানান, গেল ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট, ২০২৪ রাতে হায়দারের নেতৃত্বে সশস্ত্র ডাকাতদল তার খামার থেকে ৫টি দেশি–বিদেশি গরু ডাকাতি করে নিয়ে যায়। এসময় খামারের কর্মচারীদের বেঁধে রেখে ডাকাতি চালানো হয়। শুধু গরুই নয়, তার ফিশারিজ ও এলাকার অসংখ্য ফার্ম থেকে মাছ চুরি করাও ছিল হায়দারের নিত্যকার কাজ।
স্থানীয়দের অভিযোগ, তার প্রভাবের কারণে কেউ মুখ খোলার সাহস পেত না। হায়দারের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান তারা। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮