মোঃ আবু তৈয়ব
হাটহাজারী -চট্টগ্রাম- প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা সেক্রেটারী আলাউদ্দিন সিকদার বলেছেন- দেশে আয়না ঘরের কারিগর- ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবকারী- ৫৭জন দেশ শ্রেষ্ঠ সেনা কর্মকর্তার খুনি- শাপলা চত্বরের আলেম ওলামার খুনি শেখ হাসিন। ৫ আগষ্ট বিপ্ববের পর খুনী- গণতন্ত্র- ভোটাধিকার ও মানবাধিকার হরণকারীরা পালালেও তাদের শেষ রক্ষা হবেনা। আগে তাদেরকে বিচারের মুখোমুখী হতে হবে পরে তাদের রাজনীতি।
আজ-১২অক্টোবর- শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী ২নং ধলই ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন ও শুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দিন সিকদার আরো বলেন- শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসেই জনগনের কন্ঠরোধ করে এক নেতার একদেশ বলে একনায়কতন্ত্র কায়েম করেছিলো। এদেশ কোন নেতার দেশ নয়- এ দেশ আঠারো কোটি জনগনের দেশ। চির দিনের জন্য এক নেতার এক দেশ থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন,আমাদেরকে গত সাড়ে ষোলটি বছর শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছিলো। বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার একজন কেড়ে নিয়েছিল।তিনি যদি রাতকে দিন বলতেন রাত দিন হয়ে যেত। যদি দিনকে রাত বলতেন সকল প্রশাসনের লোকেরা সেই সুরেই কথা বলতে হতো।যদিও সেটি ছিল ডাহা মিথ্যা।
উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ধলই ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী- উপজেলা আমির ইন্জিয়ার সিরাজুল ইসলাম।
ধলই ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শোয়াইব চৌধুরী- হাটহাজারী পৌরসভার আমীর মিজানুর রহমান- চট্টগ্রাম মহানগর শিক্ষক শাখা সভাপতি মীর মোঃ আবুল কালাম- উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী এস এম রাশেদ প্রমুখ।