মাহবুবুর রহমান (শান্ত),
যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতুয়াইল ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্লাস পার্টি। নাচ, গান, কবিতা আবৃত্তি ও নানা মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। প্রতি বছর প্রাথমিক সমাপনী পর্যায়ে A+ সহ শতভাগ পাশের গৌরব অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা ইয়াসমিন-এর দক্ষ, দায়িত্বশীল ও সুশৃঙ্খল নেতৃত্বে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। তিনি বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই বিশ্বাসকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই বিদ্যালয় আরও বড় সাফল্য অর্জন করবে।”
প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ ও কর্তব্যনিষ্ঠ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো স্নেহ ও যত্নে লালন-পালন করছেন প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক। অভিভাবকরাও বিদ্যালয়ের প্রতি আস্থা ও ভালোবাসা রেখে তাদের সন্তানদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করছেন।
আজকের ক্লাস পার্টিতে প্লে বেবি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। শিশুদের নৃত্য, গান ও আবৃত্তিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দের ছোঁয়া।
উল্লেখ্য, প্লে বেবি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের মানসম্মত শিক্ষা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অনন্য ভূমিকা রেখে চলেছে মাতুয়াইল ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮