বিজয় চৌধুরী,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে জানতে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সরকারের প্রধান উপদেষ্টা। হঠাৎ এ সফরে তিনি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
হাসপাতাল সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে মেডিকেল বোর্ড তার অবস্থার উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা চিকিৎসকদের কাছ থেকে চলমান চিকিৎসার অগ্রগতি, ব্যবহৃত ওষুধ, সাপোর্টিভ কেয়ার এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জানতে চান।
পরিদর্শনকালীন সময়ে তিনি হাসপাতালের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিবেশের খোঁজ নেন। প্রধান উপদেষ্টার এ সফরকে অনেকেই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে দেখছেন।
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন বেগম খালেদা জিয়া। সাম্প্রতিক শারীরিক অবনতি দেখা দিলে তাকে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ দেশব্যাপী সাধারণ মানুষের আগ্রহ রয়েছে।
হাসপাতালে প্রধান উপদেষ্টার আকস্মিক উপস্থিতি পরিস্থিতিকে নতুনভাবে গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮