এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফতুল্লা বাজার এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম পান্না, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২০০-২৫০ জন নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বিএনপি মনোনীত জোট প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়ায় হতাশা প্রকাশ করেন। এ সময় তারা মোহাম্মদ শাহ আলমকে উক্ত আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ শাহ আলম উক্ত আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮