
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় মোঃ মাসুদ নামের এক সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় রানা নামে এক দুর্বৃত্ত। মাসুদ দৈনিক গণমুক্তি ও দৈনিক তৃতীয় মাত্রায় রামগড় উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত সাংবাদিক মাসুদ জানান, গতকাল রাতে তাদের ফার্ণিচার দোকান চিটাগাং থেকে ফেণীর উদ্দেশ্যে নেওয়ার সময় দুর্বৃত্ত রানা পুলিশের নাম ভাঙিয়ে জোর করে দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি সাংবাদিক মাসুদ পুলিশকে জানালে দুর্বৃত্ত রানা তার উপর ক্ষিপ্ত হয়। পরে রানা অতর্কিতে সাংবাদিক মাসুদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে মাসুদ মাথায় ও হাতে পায়ে ঘুরতর আহত হন।
পরে স্থানীয়রা আহত সাংবাদিক মাসুদকে উদ্ধার করে স্থানীয় রামগড় হাসপাতালে নিয়ে ভর্তি করায়। মাসুদ এখন রামগড় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাসুদের পিতা ওয়াজেদ আলী সরদার আহত সাংবাদিক পুত্রের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
এদিকে রামগড় উপজেলার সাংবাদিক সমাজ ও রামগড় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও সাংবাদিক মাসুদের উপর হামলাকারী দুর্বৃত্ত রানাকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক মোঃ মাসুদ এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দুর্বৃত্ত রানাকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার সাংবাদিক মোঃ মাসুদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় ও হাতে পায়ে গুরুতর আহত করেছে রানা নামের এক দুর্বৃত্ত। মাসুদ এখন রামগড় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্য ডেইলি মর্ণিং গ্লোরি (The Daily Morning Glory) , দৈনিক গণমুক্তি ও দৈনিক দেশ কালান্তর পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।